ক্রাইমবার্তা রিপোটঃ খলিষখালিঃ সাতক্ষীরার তালায় পাকশিয় খান পারিবারিক কল্যাণ ফাউন্ডেশেনর উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অাজ সোমবার সকাল ১১টা খলিষখালির মঙ্গলানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে শতাধীক ছাত্র ছাত্রীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ ইকরামুল পুরুষ্কার বিতরণি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রবাসি খান মোজাম্মেল হোসেনের অার্থিক সহযোগীতায় এবং তার ভাই মাস্টার কওছার খানের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি হাদিসুর রহমান,সহসভাপতি মাষ্টার মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খান জোহরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিপ্লব হোসেন, ইমদাদুল হক টুটুল,শেখ মোকাম,মাষ্টার বজলুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শ্রেণীতে প্রথম স্থান অধীকার কারীকে এক হাজার টাকা, দ্বিতীয় স্থান অধীকার কারিকে ছয়শত টাকা এবং তৃতীয় স্থান অধীকার কারিকে চারশত টাকা হারে পুরুষ্কৃত করা হয়।
এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের প্রত্যেককেই একশত টাকা করে দেয়া হয় পাকশিয়া খান পারিবারিক কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে।