ক্রাইমবার্তা রিপোটঃ: প্রতিনিয়ত খেলত জুয়া। কখনো তাসের তিন কার্ড, কুরুত, ভাম, দুরি ফিস, কল ব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ আবার প্রতিনিয়ত টিভিতে ফুটবল কিংবা ক্রিকেট খেলা হলেই উঠতি বয়সী যুবকরা ধরত বাজী। এসব জুয়া খেলায় বাজারের লোকজন ছিল অতিষ্ঠ। স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আগে থেকেই বহু অভিযোগ পেয়েও প্রমানের অভাবে তাদেরকে পাকড়াও করতে পারেনি।
শেষমেষ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে কেউ একজন জাতীয় সেবা ৯৯৯ ফোন দিয়ে তাসের বোর্ডে জুয়া হচ্ছে এ ধরনের অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতেই সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসানুজ্জামানকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
পরে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসানুজ্জামানের নেতৃত্বে এ,এস,আই শিল্লুর রহমান সহ পুলিশ সদস্যরা ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত ব্রহ্মরাজপুর মটর শ্রমিক ক্লাবে অভিযান চালিয়ে নগদ টাকা, মোবাইল, দুই জোড়া তাস, জুয়া খেলার সরঞ্জাম, ৭ পিচ ইয়াবা সহ ১০ জুয়াড়ীকে আটক করে।
আটককৃত জুয়াড়ীরা হলো ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর পুত্র মোঃ মাহমুদুল হাসান (২৫), ওমরাপাড়া গ্রামের মোঃ বাবলু সরদারের পুত্র মোঃ জুয়েল রানা (২১), মৃত ইব্রাহীম মোড়লের পুত্র মোঃ বকুল মোড়ল (৩৮), মৃত নুর আলী কারিকরের পুত্র মোঃ আলম (৩০), বড়খামার গ্রামের নুর আহম্মেদের পুত্র মোঃ সাজু হোসেন (২০), হামিদুল্লার পুত্র মিন্টু (২৫), মোঃ মোরশেদ সরদারের পুত্র মোঃ আলমগীর (২১), চেলারডাঙ্গা গ্রামের আঃ সাত্তার মালির পুত্র মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫), ফিংড়ীর বালিথা গ্রামের মৃত শহর আলীর পুত্র মোঃ শাহাজান (২৮) ও ধুলিহর জাহানাবাজ গ্রামের মোঃ মকবুল সরদারের পুত্র মোঃ শফিকুল (২০)।3
এদের মধ্যে জুয়েল রানার দেহ তল্লাশি করে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে ও মাদক আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …