আদালতের কাঠগড়ায় দাড়িয়ে কাঁদছিলেন ও কালেমা পড়লেন সাতক্ষীরা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাদিকঃ ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ক্রাইমবার্তা রিপোটঃ চার মামলায় জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে জয়যাত্রার বিশেষ প্রতিনিধি আকাশকে পর্নোগ্রাফীর মামলায় ১ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিজ্ঞ বিচারক রেজানুজ্জামানের আদালতে
প্রত্যেকটি মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে অস্ত্র মামলায় দুই দিন ও পর্নোগ্রাফী মামলায় ১ দিন রিমান্ড মঞ্জুর হয়।

 

কাঠগড়ায় দাড়িয়ে সাদিক উচ্চ স্বরে কাঁদছিলেন ও কালেমা পড়েছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাদিককে হাজির করলে বিজ্ঞ বিচারক শুনানির জন্য এ দিন ধার্য করেন। মামলাগুলোর মধ্যে রয়েছে, আশাশুনি ও সদরের দুইজন জনপ্রতিনিধির দায়েরকৃত পর্ণোগ্রাফী আইনে ২টি মামলা, অস্ত্র ও মাদক আইনের দুটিসহ মোট ৪টি মামলা

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।