ক্রাইসবার্তা রিপোটঃসাতক্ষীরা: ভয়ংকর সন্ত্রাসী সাদিক আদালতে প্রবেশের আগে আস্ফালন করে বলে ‘আমার কিছু হবে না আজ আমার রিমান্ড মঞ্জুর হবে না।’
সাতক্ষীরার চাঞ্চল্যকর বিকাশের টাকা ছিনতাই ও নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তাদের পর্ণোগ্রাফী তৈরী করে তার মাধ্যমে ব্লাক মেইলিং মামলায় গ্রেপ্তারকৃত সাদিক ও আকাশকে আদালতে নিয়ে প্রত্যেকটি মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন জানানো হলে তার জবাবে সাদিক আস্ফালন করে এসব কথা বলে।
আদালতের একাধিক সূত্রে জানা যায়, প্রথমে আস্ফালন করলেও পরে আদালতের কাঠগড়ায় দাড়িয়ে উচ্চ স্বরে কাঁদতে থাকে ও কালেমা পাঠ করতে থাকে সাদিক।
বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক রেজানুজ্জামান এর আদালতে অস্ত্র আইনের দুটি মামলা এবং পর্ণোগ্রাফী আইনের দুই মামলায় উভয়কে রিমান্ডে চার দিনের রিমান্ড মঞ্জুর করা আদালত। আদালত থেকে বের হয়ে নিজেকে নির্দোষ হিসেবে দাবী করেন চিল্লাতে থাকে সাদিক।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …