ক্রাইসবার্তা রিপোটঃসাতক্ষীরা: সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজার এলাকা থেকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাঠসহ সহ নুরুজ্জামান গাজী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বন আইনে মামলা দায়েরের পর শ্যামনগর থানা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নিষিদ্ধ কাঠ পাচারের সময় হরিনগর বাজার সংলগ্ন মাদ্রাসা এলাকা থেকে নুরুজ্জামান নামের (৩৭) ১ ব্যক্তিকে আটক করা হয়। সে ঐ কাঠ পাচার চক্রের সদস্যদের পাচারকৃত কাঠ নিজ ভ্যান যোগে অন্যত্র নিয়ে যাচ্ছিল। কাঠের মালিকের বিষয় তাৎক্ষণিক কোনো তথ্য না মিললেও সুন্দরবনের কাট পরিবহনের অভিযোগে নুরুজ্জামান কে আটক করা হয়েছে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশ দিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির শত শত মণ কাঠ পাচার হচ্ছে। অভিযোগ রয়েছে বন বিভাগের মুষ্টিমেয় দুর্নীতিগ্রস্ত কর্মচারীর সহায়তায় দুষ্টচক্র সুন্দরবনের এসব কর্তন নিষিদ্ধ কাঠ পাচার করে থাকে।