ক্রাইসবার্তা রিপোটঃ সাতক্ষীরা সদর উপজেলার ছনকা দাশ পাড়ায় এক মালেশিয়া প্রবাসির স্ত্রী দু সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে নিজ বসত ঘরের আড়ায় রশি দিয়ে আত্মহনন করে। আত্মহননকারী গৃহবধুর নাম চন্দনা রানি দাশ (৩৩)। তার স্বামির নাম বিশ্বনাথ দাশ। এলাকাবাসি জানায় বিশ্বনাথ দাশ গত ৫বছর যাবত মালেশিয়ায় থাকেন। সে কারন তার স্বামির সাথে বনিবনা ছিলনা। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …