হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউ এস এ আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ”নবযাত্রা”র আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো স্থানীয় জনগণের সম্পৃক্ততায় চললে এটি টেকসই হবে। স্থানীয় জনগন ও জনপ্রতিনিধিদের নিবিড় সম্পৃক্ততা ছাড়া এ ক্লিনিকগুলো ভালোভাবে চালানো সম্ভব নয়। এই ক্লিনিকের কার্যকারিতা অনেকাংশে কমিউনিটি গ্রুপ এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল। এসব গ্রুপের দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতার ব্যবস্থা এবং আরও সক্রিয় অংশগ্রহণের উদ্যোগ খুবই দরকার,কমিউনিটি ক্লিনিকে সুপেয় পানির উৎস না থাকা, স্বাস্থ্য-সম্মত স্যানিটেশন ব্যবস্থার অভাব, চিকিৎসা সরঞ্জামাদির ব্যবহার উপযোগিতা নিশ্চিত না করা অপর্যাপ্ত ওষুধ সরবারহসহ প্রসব সংক্রান্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধার অনুপস্থিতি ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে মানসম্মত সেবাদানে সমস্যার সম্মূখীন হচ্ছে। বর্তমান সময়ে এগুলো কাটিয়ে ওঠা খুবই জরুরি। ক্লিনিকগুলো বাড়ির কাছাকাছি হওয়ায় এবং সেখানে বিনা মূল্যে সাধারণ রোগের ওষুধ পাওয়া যায় বলে দিনদিন এই সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। কমিউনিটি ক্লিনিক থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই কম বেশি সেবা পেয়ে থাকেন। বিভিন্ন ধরনের সেবার মান দিনে দিনে উন্নত হচ্ছে তবে স্থানীয় পর্যায়ে তা আরও এগিয়ে নিয়ে যেতে পারলে কমিউনিটি ক্লিনিক থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদুল হক সাজু, শেখ আতিকুর রহমান, শিক্ষক সফিকুল ইসলাম, ইউপি সদস্য ঠাকুরদাস সরকার, রিনা ব্যানার্জি, মনজুরুল হক, সিডিএ কমিটির আবু মাসুদ খালেক, কমিউনিটি ক্লিনিক এর শেখ মশিউর রহমান, আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল কাদের, আব্দুল ওয়াজেদ প্রমুখ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৩৫ টি কমিউনিটি ক্লিনিক এ বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। নবযাত্রা প্রকল্পের আওতায় গত ৫ বছর কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান, ভবন সমস্যা, স্যানিটেশন ব্যবস্থা, সুপেও পানি আসবাবপত্র, রাস্তা, প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সমস্যা সমাধানে করণীয় বিষয় গুলি উপস্থাপন করেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সভাপতি, ইউপি সদস্য, সিবিএ গ্রুপের সদস্য, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সিএইচসিপি সহ সরকারি কর্মকর্তা সাংবাদিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …