প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৪ জানুয়ারী ২০২০ বার্ষিক সাধারণ সভা ও ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৫ জানুয়ারি ২০২০ বার্ষিক পিকনিকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় সম্প্রতি সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের ব্লাকমেইলিং এর মাধ্যমে নারীকে ব্যবহার করে পর্ণোগ্রাফি তৈরির সিন্ডিকেটে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনির নাম থাকায় এবং প্রেসক্লাব ও সাংবাদিকদের সুনাম মর্যাদা মারাত্মকভাবে নষ্ট হয়েছে বলে সর্বসম্মতিক্রমে অভিমত ব্যক্ত করা হয় এবং এই কারণে মনিরুল ইসলাম মনির সদস্যপদ সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনায় স্ব স্ব মতামত জানিয়ে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থসম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যনার্জি ।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …