কালিগঞ্জে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডাঃ আফম রুহুল হক এমপি

হাফিজুর রহমান শিমুলঃ রবিবার (২৯ ডিসেম্বর’ ২০১৯) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় সিডিডি’র সহযোগিতায়, ইউকেএইড-সেন্স ইন্টারন্যাশনাল, সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এর অর্থায়নে মানবাধিকার জনকল্যান ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে ৭ জন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আয় বৃদ্ধিমূলক সহযোগিতা প্রদান, ২ জন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নিউট্রেশন সার্পোট প্রদান এবং অধ্যাপক ডাঃ এস, এম আব্দুল ওহাব ও সহযোগি অধ্যাপক ডাঃ আব্দুল মালেক খান এর সহযোগিতায় প্রতিবন্ধী ও হত দরিদ্র ১শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও এমজেএফ এর উপদেষ্টা মোঃ আনিছুজ্জামান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কীত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন -প্রতিবন্ধী ব্যাক্তিরা আমাদের সন্তান, এদেশের নাগরিক। তাদেরকে বোঝা না মনে করে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও মানব সম্পদে পরিণত হবে। বর্তমান উন্নয়ন বান্ধব সরকার জনকল্যাণে কাজ করে চলেছে। দেশে উন্নয়ন ও উৎপাদন বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে। জননেত্রী শেখ হাসিন বঙ্গবন্ধুর স্বপ্নের সো…

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।