নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অনুষ্ঠানে বাষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধীকারী শিক্ষার্থীদেও মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সরকারী মেধা বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকার আব্দুর রহিম,শিক্ষাবীদ আব্দুল মজিদ ও আব্দুল জব্বার, সমাজ সেবক আয়ুব আলী,অভিভাবক সদস্য মইনউদ্দীন, আব্দুল আলিম প্রমুখ। মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাখাওয়াত উল্যাহর পরিচালনায় শিক্ষকদের মধ্য থেকে প্রভাষক আবুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …