২ বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার!

ক্রাইমবার্তা রিপোটঃ  ২ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সেঞ্চুরি করে সংবাদের শিরোনাম হন মনজোৎ কালরা। এবার বয়স বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন তিনি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাকে ২ বছর নির্বাসনে পাঠিয়েছে।

২০১৮ বিশ্বকাপেই কালরার বয়স নিয়ে কানাঘুষা তৈরি হয়েছিল। বয়সের প্রমাণপত্র নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। টুর্নামেন্টে খেললেও সঠিক বয়স নিয়ে নিজেকে অভিযোগমুক্ত করতে পারেননি।

বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের কারণে সেই বছরই কালরাকে দলে নিয়েছিল আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তবে দলে একাধিক রিজার্ভ ওপেনার থাকার কারণে সেই আসরে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। আসন্ন আইপিএলের আগেই তাকে ছেড়ে দেয় দিল্লি। বয়স-বিতর্কের কারণে এবার নিলামেও দল পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে একদম ছন্দে নেই কালরা। গেল বছর মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ১৩ এর বেশি অবশ্য করতে পারেননি এ ওপেনার। বয়সভিত্তিক টুর্নামেন্টে নিষিদ্ধ হয়েছেন তিনি। যে কারণে আপাতত তার লক্ষ্য সিনিয়র পর্যায়ে ক্রিকেটে অংশ নিয়ে নিজের জাত চেনানো।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।