ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরা সংবাদদাতা: জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা থেকে গোল্ডেন এ প্লাস(জিপিএ-৫) লাভ করেছে রাফেজা খাতুন। তার পিতা আব্দুল্লাহ সবজি বিক্রেতা এবং মা গৃহিণী। ভাল ফলাফলের জন্য সে তার বাবা, মা ও শিক্ষকদের অবদানের কথা সরণ করেন। ভবিষ্যতে রাফেজা প্রশাসনিক কর্মকর্তা হতে ইচ্ছুক। পরিবারের পক্ষ থেকে রাফেজা খাতুনের জন্য দোয়া কামনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন জানান, রাফেজা খাতুনের মত গরীব ও মোধাবি ছাত্রী বিরল। দারিদ্রের কারণে সে বেশির ভাগ সময়ে পায়ে হেটে যাতায়াত করতো। রাফেজার সংসারের অবস্থা অন্যন্ত নাজুক। এর পরও রাফেজা সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় কেন্দ্র ফাস্ট হয়েছে। এক মাত্র সেই কেন্দ্র থেকে এপ্লাস পেয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা মেয়েটির পড়া লেখার সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।