সাতক্ষীরা পাবলিক স্কুলে বই বিতরনকালে অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বই আমাদের প্রকৃত বন্ধু।

স্টাফ রিপোর্টার। নতুন বছরের প্রথম প্রহরে আনন্দঘন পরিবেশের মধ্যে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো পাঠ্যপুস্তক উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে আত্মহারা কোমলমতি শিশু কিশোররা বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে খুব খুশী।
বুধবার ১ জানুয়ারি সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠান উদ্বোধন করে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান বলেন বই আমাদের প্রকৃত বন্ধু। বই আমাদের জ্ঞান দেয়, শিক্ষা দেয়, আমাদের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। আলোকিত সমাজ জগতে প্রবেশের সুযোগ করে দেয় বই। তিনি বলেন এই বইকে অবলম্বন করে শিশু কিশোরদের বড় হয়ে উঠতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ তারা জাতির ভবিষ্যত।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শেখ আজহার হোসেন বলেন সরকার বছরের প্রথম দিনে সারা দেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে দেশের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদের শিক্ষা তোমাদের ভবিষ্যত তোমাদের চলার পথের দিশা কেবলমাত্র বইই দিতে পারে উল্লেখ করে তিনি বলেন বই কোনোদিন কারও সাথে বিশ^াসঘাতকতা করতে জানে না। বিশেষ অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান বলেন চলতি বছর সাতক্ষীরা জেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে সরকার ৪২ লাখেরও বেশি পাঠ্যপুস্তক তুলে দিয়েছেন। শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের যেমন সচেষ্ট থাকতে হবে তেমনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও আন্তরিক হতে হবে।
সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. শরিফুল ইসলাম, সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আলাউদ্দিন ফারুকি প্রিন্স প্রমূখ।
তারা শিশু কিশোরদের হাতে নতুন বই তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।