ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ২টি ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ২টি ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।
ব্র্যাক ওয়াস কর্মসূচি ও বিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় ৪ লক্ষ টাকা ব্যয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ২টি ওয়াটার পয়েন্ট’র উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল লায়লা, তৈয়েবুর রহমান, কবির আহমেদ, সাবিনা শারমিন, জাহিদ হাসান, নাজমা খাতুন, বেগম রোজিনা বুলি, লিপিকা রাণী, ব্র্যাকের প্রকৌশলী মো. রবিউল ইসলাম, ওয়াস কর্মসূচির সংগঠক মো. আমান উল্লাহ বিশ্বাস, মাঠ সংগঠক মো. রুস্তুম আলী প্রমুখ। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।