নাটোরে কামরুল ইসলাম জাহিদের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নাটোরের রাজশাহী সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (জঝঞট) শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার সকালে শহরের চকরামপুর এলাকায় প্রতিষ্ঠানের সামনে নাটোর-পাবনা মহাসড়কে দাঁড়িয়ে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার কে এম আব্দুল মোমিন, স্কুল অব লিবারেল আর্টস এ্যান্ড সোসাল সায়েন্সের ডীন প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী, ছাত্র উপদেষ্টা আরমান আলী, শিক্ষার্থী ইব্রাহিম হোসেন, ফয়সাল আহমেদ ও নিহতের বাবা আফাজ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা জাহিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শনিবার রাতে কামরুল ইসলামের মোবাইল ফোনে কে বা কারা কল করে। এরপর সে বাড়ী থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। রাতে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে সহ আশেপাশের নিকট আত্মীয়দের বাড়ীতে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। পরদিন রাতে বাড়ির পাশে নবীন কৃষ্ণপুর গ্রামের বাঁশ ঝাড়ের জঙ্গলে একটি মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন রেহেনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।