সাতক্ষীরা প্রতিনিধি: ‘মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও মানুষের জন্য কালের কণ্ঠ কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। সত্যকে সত্য হিসেবেই তুলে ধরেছে। পাঠকের আস্থা আর ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ।’
১০ জানুয়ারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। একই সাথে ঐতিহাসিক এই দিনটিতে কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ জন্য কালের কণ্ঠ পরিবারের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।সাতক্ষীরায় দৈনিক কালের কণ্ঠ প্রত্রিকার দশম প্রতিষ্ঠা বর্ষিকী উদ্যাপনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাক্ষ আবু আহম্মেদ। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রার। পরে পত্রিকার জন্মদিনের কেক কাটা ও এক জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখা এসব কর্মসূচীর আয়োজন করে।
বক্তারা কালের কণ্ঠ’র দশম বছর পূর্তিতে স্বাগত জানিয়ে আরো বলেন, দেশ বরেন্য লেখক ইমদাদুল হক মিলনের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে কালের কণ্ঠ। প্রকৃত লেখক ও সাংবাদিকের সম্পাদনায় পত্রিকা প্রকাশিত হওয়া খুবই ইতিবাচক। ইতিমধ্যে সফলতার সাথে কালের কণ্ঠ ১০ বছর পূর্ন করেছে। পুরো সত্য প্রকাশ করে পাঠকের কাছে গ্রহনযোগ্যতা অর্জন করেছে পত্রিকাটি। জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে সাধারণ মানুষের কথা, মুক্তি যুদ্ধ ও দেশের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছে কালের কণ্ঠ। পাঠকের আস্থা আর ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ।’
আলোচনা সভায় সাংবাদিক আবুল কাশেমের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন প্রবীন সাংবাদিক শুভাষ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শুভসংঘের উপদেষ্টা অধ্যক্ষ আনিছুর রহিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, ইয়ারব হোসেন, শুভ সংঘের সভাপতি ফাহাদ হোসেন, কালের কণ্ঠোর সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবদিক মিজানুর রহমান, শেখ মাসুদ হোসেন, আব্দুস সামাদ, ইব্রহিম খলিল, গোলাম সরোয়ার, রোকনুজ্জামান ািটপু, শেখ তানজির আহম্মেদ, আহসানুর রহমান রাজীব, শুভসংঘের ফারুক রাজ, শাহিন বিল্লাহ, সাকিবুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, রেজাউল করিমসহ অনেকে।
পরে জন্মদিনের কেক কাটা হয়। এসময় সবার উপস্থিতিতে সদর উপজেলার থানাঘাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনাকে কালের কণ্ঠ সম্মাননা দেয়া হয়। এসময় অতিথিরা তার হাতে নগদ অর্থ (দশ হাজার টাকা) শীত বস্ত্র ও ক্রেষ্ট তুলে দেন
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …