সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার উদ্যোগে মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত
ক্রাইমবার্তা ডটকম
10/01/2020
ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে র্যালিটি বরে হয়ে জেলা প্রশাসকের র্কাযালেয় অনুষ্ঠিত র্যালিতে অংশ নেয়। এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান ,প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিনসহ শিক্ষক ও শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণিল এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারি, কারখানার শ্রমিক, মাঠের কৃষক, শিল্পী, কবি, সাহিত্যিক, রাজনীতিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু, কিশোর, তরুণ, তরুণী, যুব-বৃদ্ধ সবাই এসেছিলেন দল বেঁধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্ষণগণনার অনুষ্ঠানে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বর্ণ্যঢ্য অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।