ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন,ডিডি ফ্যামিলী প্লানিং ডা. রওশনা জামান,ডা.সাইফুল আলম,সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় এবার দুই লাখ ৪৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ৮৪২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৪৮৫। এর মধ্যে প্রতিবন্ধী শিশুরাও রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন বলেন,জেলার সাতটি উপজেলার ১৯৩৯ টি কেন্দ্রে সকাল থেকে বিকাল নাগাদ বয়স ভেদে নীল ক্যাপসুল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চার হাজার ৯৮ জন কর্মী একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন।