সাতক্ষীরায় চলছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ক্রাইমর্বাতা রিপোট:  সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন,ডিডি ফ্যামিলী প্লানিং ডা. রওশনা জামান,ডা.সাইফুল আলম,সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় এবার দুই লাখ ৪৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ৮৪২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৪৮৫। এর মধ্যে প্রতিবন্ধী শিশুরাও রয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন বলেন,জেলার সাতটি উপজেলার ১৯৩৯ টি কেন্দ্রে সকাল থেকে বিকাল নাগাদ বয়স ভেদে নীল ক্যাপসুল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চার হাজার ৯৮ জন কর্মী একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।