ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, নীলডুমুর বিজিবির লে. কর্ণেল মিল্টন, বিজিবির মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা হুসাইন শওকত, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগহ্ঝ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জাতীয় মহিলা সংস্থা’র সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, এ.কে.এম আনিছুর রহমান, জেল সুপার আবু জাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাষিস সরদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার অগ্রগতি, চাঞ্চল্যকর ২০১৩-১৪ সালের সহিংসতা মামলার অগ্রগতি, শ্যামনগরের শিক্ষার্থী মরিয়ম হত্যা মামলার অগ্রগতি, সীমান্ত এলাকার মানুষদের সচেতনতার মাধ্যমে মাদক ও চোরাচালান বন্ধ প্রসঙ্গ, ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা গড়তে যানজট নিরসনকল্পে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনাল অন্যত্র স্থানান্তর ও শহরের যানজট নিরসনে বাইপাস ব্যবহারের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ, প্রসঙ্গ, সার পাচার বন্ধ, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরাসরি কলকাতা বাস সার্ভিস চালু প্রসঙ্গে, কালিগঞ্জে চুরি ছিনতাই ও যানজট নিরসনে কালিগঞ্জ বাসটার্মিনাল ব্রিজের অপর পাশে স্থানান্তর প্রসঙ্গ, মুজিববর্ষ উদ্যাপনে ক্ষণগনণা অনুষ্ঠানে দেশের ২২টি জেলা সেরা হয়েছে। সেই সেরার তালিকায় সাতক্ষীরা জেলা স্থান পাওয়ায় জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সকলকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবস্থা গ্রহন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচ্য সূচি উপাস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।