কলারোয়া যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শাহজাদা গ্রেপ্তার

ক্রাইমবার্তা রিপ্রটঃ     একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে পৌর সদরের তুলশিডাঙ্গার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশি অভিযানে সে আটক হয়।

কলারোয়া থানার ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, কাজী সাহাজাদার বিরুদ্ধে দুইটি
সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারী
পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে সাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

কাজী সাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি ও নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। সে তুলশীডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর পুত্র।

কলারোয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি)
শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।