বাঁশদহা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বরকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ

ক্রাইমবার্তা রিপ্রটঃ  বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে মহিলা মেম্বরকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিন বলেন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছে বাঁশদহা ইউনিয়নের আপামোর জনসাধারণ। একের পর এক অনিয়ম ও দুর্নীতি করেই চলেছে মোশাররফ হোসেন।

এক পর্যাযয়ে ৭ জন ইউপি মেম্বর একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। পরবর্তীতে একজন জনপ্রতিনির মধ্যস্ততায়  চেয়ারম্যান ও মেম্বরদের মধ্যে আপোষ-মীমাংসা হয়ে যায়। এরপর মঙ্গলবার চেয়ারম্যান মোশাররফ হোসেন ইউনিয়ন পরিষদে সাধারণ সভার আহবান করেন। সভায় হাজির হওয়ার সাথে সাথেই চেয়ারম্যান উপস্থিত সদস্যদের গালি দিতে শুরু করেন এবং  ইউপি সদস্যদের কাছে থাকা মোবাইল চেয়ারম্যান ও তার সহযোগীরা ছিনিয়ে নেয়। তারপর ইউপি চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনী ইট দিয়ে মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। মহিলা সদস্য সামিনা ইয়াসমিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য মেম্বররা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত এজাহার পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।