নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ কবিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আটক কবিরুল ইসলাম সদর উপজেলার আলিপুরের মৃত ফজলুল হকের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এফআইজি’র তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার হারুন অর রশিদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ী শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫৮৩ গ্রাম (০৫টি বার) স্বর্ণসহ কবিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের মূল্য প্রায় ২৮ লক্ষ ১০ হাজার টাকা। আটক কবিরুলকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।এদিকে, একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক বাবুল হোসেন এর নেতৃত্বে¡¡ বিজিবি সদস্যরা ঝাউডাংগা পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ খুলনার পশ্চিম টুটপাড়ার কালাম শেখের ছেলে আরিফ শেখ (২৪) কে আটক করে