ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: জাতীয় ফুটবল অনূর্ধ্ব ১৬ দলের খেলোয়াড় হলেন তালা উপজেলার খলিশখালী প্রতিমা মন্ডল। তার বাড়ি গাছা গ্রামে। সে গাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিমা মন্ডলের এ অর্জনের খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গাছা গ্রামের বাড়িতে ছুটে যান তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ মোজাফ্ফর রহমান। তারা ফুল ও মিষ্টি দিয়ে প্রতিমা মন্ডলকে শুভেচ্ছা জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নগদ আর্থিক সহায়তা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য পঙ্কজ রায়, গনেশ চন্দ্র বর্মন, গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন মন্ডল, প্রভাষক নেপাল সরকার, মাষ্টার দেবাশীষ বাছাড়, যুবলীগ নেতা আব্দুর রকিব, শেখ আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজায়েত সানা, নারায়ন চন্দ্র হোড়, ডাঃ শাহিন, ব্যবসায়ী বাবু মন্ডল, শাহিনুর সরদার। প্রতিমা মুন্ডা গত এক বছর ধরে বিকেএসপির ফুটবল অনূর্ধ্ব ১৬ ফুটবল টিমে খেলা করে আসছিল
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …