ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। শুক্রবার ভোররাতে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য বনদস্যুরা এ সময় মাথাপিছু তিন লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে।
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোকিম হাওলাদারের ছেলে খবির হাওলাদার (২৭) ও সিরাজুল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৬)।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, সপ্তাহখানেক আগে বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে বাটুলা নদীতে মাছ ধরতে যায় অপহৃতরা। সেখান থেকে ভোররাতে তাদের অপহরণ করে মাথাপিছু তিন লাখ টাকা করে দাবি করে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা।
সুন্দরবন সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান জানান, অপহরণের কোন অভিযোগ আমরা পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।