ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মতিথি উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ প্রার্থণা, বিশ্বশান্তি কামনায় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি থেকে বিশ্বশান্তি কামনায় সম্প্রিতি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শুরু হয় আলোচনা সভা।
সংগঠনটির সভাপতি প্রভাষক অমিত হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক দীনবন্ধু মিত্র, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, স্নিগ্ধা নাথ, সাংবাদিক সুভাষ চৌধুরী, অ্যাড. অনিত মুখার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক বিশ্বরুপ দেবনাথ।