ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা: পর্দা নেমেছে বঙ্গবন্ধু বিপিএলের। ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দল রাজশাহী রয়্যালস। এই আসরে ব্যাটসম্যানদের পাশাপাশি দাপট দেখিয়েছেন বোলাররাও। তাইতো শীর্ষ চার বোলারের সবাই সমান ২০টি করে উইকেট পেয়েছেন। তবে সবার ওপরে রয়েছেন রংপুর রেঞ্জার্সের বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টের প্রথমদিকে ভালো না করলেও শেষ দিকে জ্বলে ওঠেন মোস্তাফিজ। তার গ্রুপ পর্বের তলানিতে থাকলেও, তিনি ছিলেন নিজের ঢংয়ে। ১২ ম্যাচে কাটার মাস্টারের দখলে ২০টি উইকেট।
সমান ১৪ ম্যাচে ২০ উইকেট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাংলাদেশি পেসার রুবেল হোসেন। খুলনার দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। আর খুলনার আরেক পেসার শহীদুল ইসলাম ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন।