ক্রাইমবার্তা রিপোটঃ
অবশেষে পেছানো হলো আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ। আগামী ১লা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশনের (ইসি) এক জরুরি বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানান। নির্বাচন পেছানোয় এসএসসি পরীক্ষা ১লা ফেব্রুয়ারির পরিবর্তে ৩রা ফেব্রুয়ারি শুরু হবে।
এর আগে বিকেল ৪টায় হঠাৎ জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভোটের তারিখ পরিবর্তন করা হলো। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হদা। দুপুরের পর ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়।
এরপর এই বৈঠক শুরু হয়। ৩০শে জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো সনাতন ধর্মাবলম্বীরা। এরসঙ্গে গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেন শিক্ষার্থীরা।