টি আই তারেক: দেশে বর্তমানে মোট শিক্ষিত জনসংখ্যার ৪০ শতাংশই বেকার। তাদের জন্য নেই পর্যাপ্ত কর্ম ক্ষেত্রে। এই বিশাল জনশক্তিকে দক্ষ করে গড়ে তুললে এরাই দেশের জনসম্পদে পরিণত হবে। তাদের জন্য আইটি সেক্টরে কাজের সুযোগ রয়েছে। আইটিতে দক্ষতা অর্জন করতে পারলে তাদের আর বিদেশে গিয়ে কাজ করতে হবে না।
আজ শনিবার যশোরে ভৈরব আইটি সেন্টারে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম বার্তা ডট কম এবং ভৈরব আইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ ণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম তারেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সফল ফ্রিল্যান্সার মোঃ মাহবুবুর রহমান, এ্যাডভোকেট রেজাউল করিম, আইটি সেন্টারটির সহকারি পরিচালক মোঃ ইলিয়াস হোসেনসহ অন্যরা। আলোচনা শেষে প্রশিক্ষল প্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
Check Also
আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …