সাতক্ষীরায় আমাদের আলোকিত সমাজ’র উদ্যোগে আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান ও শীত বস্ত্র বিতরণ

আককাজ ঃ ‘বদলে যাও বদলে দাও আলোকিত মানুষ হও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের আলোকিত সমাজ সাতক্ষীরা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম আযম খসরু।
ননক্যাডার সরকারি চাকুরীজীবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ^াস, আমাদের আলোকিত সমাজ’র চেয়ারম্যান এ.আর কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আমাদের আলোকিত সমাজ’র ভাইস চেয়ারম্যান মো. ছানারুল ইসলাম (সানাওয়ার), আমাদের আলোকিত সমাজ’র ঢাকা’র সাধারণ সম্পাদক এমদাদুল হক সুজন, আমাদের আলোকিত সমাজ সাতক্ষীরা’র আহবায়ক গৌতম হালদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনছুর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ। সাতক্ষীরা জেলার আলোকিত মানুষ বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরার ১০ টাকার গরীবের ডাক্তার ডা. মো. এবাদুল্লাহকে আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের আলোকিত সমাজ’র সাতক্ষীরা’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।

Check Also

পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কার কমিশন এ সুপারিশ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।