ক্রাইমবার্তা রিপোটঃরোববার সন্ধ্যায় আশাশুনি উপজেলার ফটিকখালি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীসহ তিনজকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশিরা। আহতরা হচ্ছেন ফটিকখালি গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ছাবিয়া খাতুন (৪০), পুত্র এমামূল হোসেন (২২) এবং একই গ্রামের মাজেদ গাইনের পুত্র বাবুল গাইন (২৪)। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রামপদ সানা জানান, রবিবার বিকালে কবুতরে ধান খাওয়াকে কেন্দ্র করে গোলাম রব্বানীর স্ত্রী ছাবিয়া খাতুনের সাথে প্রতিবেশি বাইনতোলা গ্রামের হাফিজুল ইসলামের কথাকাটাকাটি হয়। এক পর্যায় হাফিজুলের নেতৃত্বে আব্দুল মজিদ, আব্বাসসহ ৫/৬জন একত্রিত হয়ে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় বাড়ি মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …