ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘খেলা-ধূলা ও ভাল ফলাফলের পাশা পাশি ভাল মানুষ হতে হবে। মেধা ও পরিশ্রম দিয়ে তোমরা শ্রেষ্ঠ হতে পারলেই একদিন তোমরাই হবে দেশের শ্রেষ্ঠ সম্পদ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মাহমুদুল হাসান খান, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, মোবাশে^রুর রহমান, ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, মো. আব্দুর রাজ্জাক, খান মোকছুদ, গাজী মোমীন উদ্দীন, স্কাউট সম্পাদক শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকালে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …