ক্রাইমবার্তা রিপোটঃ রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী আদেশ জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। গত মাসে আদালতে দেয়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে রায়ে। আদালত বলেছেন, গাম্বিয়ার অধিকার আছে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার। এ আদেশ মানতে মিয়ানমার বাধ্য বলেও মন্তব্য করেছেন আদালত।
আদালত বলেন, রোহিঙ্গাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না মিয়ানমার। বহু বছর ধরে নিগ্রহের স্বীকার হওয়া রোহিঙ্গা জাতিগোষ্ঠী এখনো ঝুঁকিতে রয়েছে বলে সমালোচনা করেছেন আদালত।
আইসিজের আদেশ অনুসারে, রোহিঙ্গারা এখনো ধর্ষণ, হত্যা ও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আদালত মিয়ানমারের কাছে রোহিঙ্গাদের সুরক্ষা প্রদানের ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে। পাশাপাশি, এ ব্যাপারে তাদের সহযোগিতা প্রদর্শনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। বলেছে, মিয়ানমার এ আদেশ মানতে বাধ্য।
বিস্তারিত আসছে…।