ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টায় বিদ্যালয় চত্ত্বরে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, শেখ মোস্তাফিজুর রহমান, শ্যামল কুমার দাশ, কমলেশ বিশ্বাস।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বীপ রায়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষক গাজী মোমিন উদ্দিন, জিএম আলতাফ হোসেন, মো. কাবিজুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দিন ও শিক্ষার্থী শুভ ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন, আজকের নবীনরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীতে সমাজ গঠনে ভূমিকা রাখবে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, পাঠ্যপুস্তকের মধ্যে পড়ে থাকলে ভাল শিক্ষার্থী হওয়া সম্ভব না। বাইরের জগতের দেশের ইতিহাস, সংবাদ, পত্রিকা পড়তে হবে। সকল কিছু জানার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়া যায়। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা যেন ভুল পথে না যায়। পরে সকাল ১১টায় বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী আলোচনা শেষে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়। প