ভোমরায় আমেরিকান ডলার ও অন্যান্য মালামালসহ আটক দুই

ক্রাইমবাতা রিপোটঃ ২৯ জানুয়ারি দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে একুশ হাজার আটশত আমেরিকান ডলার ও অন্যান্য মালামালসহ ২জনকে আটক করেছে বিজিবি।
ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল ভোমরা সিএনজি স্ট্যান্ড হতে কলারোয়ার ব্রজাবকস গ্রামের নবাব সরদারের ছেলে মো. আব্দুল গণি (৬৫), (পাসপোর্ট নম্বর-বি আর- ০৯৭২১৫৯) এবং ফরিদপুর জেলার দক্ষিণ আলমনগর গ্রামের হারুন অর রশিদের স্ত্রী মোছা. কল্পনা বেগম (৪০) (পাসপোর্ট নম্বর-ই এ-০২৪৯০৪৪) কে একুশ হাজার আটশত আমেরিকান ডলার (যার বাংলাদেশী মূল্য আঠারো লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত বত্রিশ টাকা), ২৯টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট যার মূল্য আট লক্ষ সত্তর হাজার টাকা এবং এক লক্ষ সাতাত্তর হাজার একশত পঞ্চাশ টাকা মূল্যের ইমিটেশন ও বিভিন্ন প্রকার ভারতীয় কস্মেটিক সামগ্রীসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য আটাশ লক্ষ চুরানব্বই হাজার চারশত বিরাশি টাকা। আটককৃত আসামীদেরকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।