সাতক্ষীরায় টাকার বিনিময়ে এসএসসি প্রশ্নপত্র পেতে ফেসবুকে চার্ট, ছাত্র গ্রেপ্তার

ক্রাইমবার্তা রিপোটঃ    টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাবে ফেসবুকে এমন চ্যাট করার অভিযোগে সাতক্ষীরার নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের এক ছাত্রকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ির সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যাপীঠ কেজি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম বেল¬াল হোসেন তালুকদার (২০)। সে সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকার মোঃ গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার শাহীনুর ইসলাম শুক্রবার বিকেল তিনটায় তার অফিসে এক সংবাদত সস্মেলনে জানান, আগামি ৩ ফেব্র“য়ারি সাতক্ষীরাসহ সারা দেশে অুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। টাকার বিনিময়ে এ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাবে মর্মে ফেসবুকে চ্যাট দেয় নবজীবন ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের ছাত্র বেল¬াল হোসেন। সে অনুযায়ি তাকে শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকারসেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যাপীঠ কেজি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক শামীম হাওলাদার বাদি হয়ে বেল¬াল হোসেনের নাম উলে¬খ করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২) ধারায় শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেছেন। বেল¬ালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।