ক্রাইমবার্তা রিপোটঃ তালায় হরিণের ৪ কেজি মাংসসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার আলাদিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার নতুনমুল গ্রামের এনায়েত হোসেনের ছেলে আবু তাহের (২৮), এই উপজেলার দরমুটিয়া গ্রামের বসিরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান(৩৮), বাসবাড়িয়া গ্রামের মৃত মহর আলী গাজীর ছেলে বেল্লার রহমান (২৯) এবং দরমুটিয়া গ্রামের ইসমাইল খানের ছেলে মুনছুর রহমান (৩৮)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তালা থানার ওসি মেহেদি রাসেল ঘটানার সত্যতা স্বীকার করেছেন
Check Also
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ট্রিপল মার্ডার সা’দ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ
মূল নেতৃত্বে ছিলেন ওয়াসিফুল ইসলাম ছেলে ওসামা মেয়ে জামাতা আ’লীগ নেতা এরতেজা স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ …