সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী, নৌকার জয়ের ব্যাপারে আশাবাদ

ক্রাইমবার্তা রিপোট:   ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটগ্রহণের শুরুতেই সকাল ৮টার দিকে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, দক্ষিণের আওয়ামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে প্রধানমন্ত্রী উভয় সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আশা করি আমাদের দু’জন প্রার্থীই জয়ী হবেন। জয়ী হয়ে ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দেবেন।

ইভিএমে ভোট দেয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুব অল্প সময়ের মধ্যে ভোট দিয়েছি। এটি খুবই ভালো সিস্টেম।

আশা করি নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু করবে।

সবাই যেনো তার নিজের ভোট দিতে পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশি কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেয়ায় কয়েকটি দূতাবাসের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।