ক্রাইমবার্তা রিপোটঃ চলতি বোরো মৌসুমে ধান রোপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এ বছর এলাকার মাঠব্যাপি কৃষকেরা বিভিন্ন জাতের ধানের মধ্যে আততাফ ৭০, এসএল ৮, হিরা-২, শক্তিসহ দেশি ও হাইব্রিড জাতের ২৮ ধান রোপন করছে। কৃষকেরা রোপনের মাত্রা সাড়ে তিন মাসের ব্যবধানে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মেশিনের সেচ দ্বারা সার কিটনাশক প্রয়োগ করে বোরো ধান উৎপাদন করে থাকে। সাতক্ষীরা খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, চলতি বোরো মৌসুমে সাতক্ষীরা সদরের ১৩,৩৮০,০০০ হেক্টর, তালায় ৯,৩৬০ হেক্টর, কালিগঞ্জে ৩৮ হেক্টর, কলারোয়ায় ৮৭ হেক্টর, শ্যামনগর ৯০০ হেক্টর এবং আশাশুনি উপজেলায় ২৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ রোপনের কাজ চলছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …