সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

ক্রাইমবার্তা রিপোটঃ এসিডিআই ও ভোকা’র সার্বিক সহযোগিতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার বিকাল ৩টায় সদর উপজেলার ১০নং আঁগরদাড়ি ইউনিয়নের বারালিতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালী, গোপাল কুমার গোশাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনোয়ারা খাতুন, ইয়াছিন আলী, আব্দুর রাজ্জাক, প্রকল্পের পক্ষ থেকে জান্নাতুননেছা, খাদিজা খাতুন, স্থানীয় প্রাণিসম্পদ সেবক দেলোয়ার হোসেন ও মনিরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধাবী জাতি পেতে হলে দুধ ও মাংস খাওয়ার কোন বিকল্প নেই। ব্যক্তিগত ও খামার পরিস্কার পরিচ্ছন্নতা রাখার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। সমগ্র অনুষ্ঠান পরিচালা করেন মাঠ সমন্বয়কারী ডা. মো. রেদুয়ানুল হক

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।