ক্রাইমবার্তা রিপোটঃ দোকানে হালখাতার উদ্দেশ্যে লাগানো মাইকের সাথে বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন মুদি ব্যবসায়ী শেখ নূর ইসলাম ওরফে নূরী (৪৮)। এঘটনায় মারাত্মক দগ্ধ হয়েছেন মাইকের মালিক হাফেজ ছাবের উদ্দীন (৪৪)। ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ^রপুর গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রতেœশ^রপুর গ্রামে আনসার ভিডিপি ক্লাবের পাশে অবস্থিত মুদি দোকানে হালখাতার জন্য মাইক লাগানো হয়। মুদি ব্যবসায়ী নূর ইসলামের চাচাত ভাই মাইকের মালিক হাফেজ ছাবের উদ্দীনের হাতে মাইক্রোফোন থাকা অবস্থায় মাইকের সাথে স্পর্শ হয় বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের তারে। এর ফলে ছাবের উদ্দীন বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে তাকে রক্ষা করতে যায় শেখ নূর ইসলাম। এসময় হাফেজ ছবির উদ্দীন গুরুতর আহত অবস্থায় রক্ষা পেলেও ঘটনাস্থলে শেখ নুর ইসলামের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় ছাবের উদ্দীনকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনায় নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছিল। মুদি ব্যবসায়ী শেখ নূর ইসলাম রতেœশ^র গ্রামের শেখ রজব আলীর ছেলে এবং শেখ ছাবের উদ্দীন মৃত শেখ ফজের আলী ছেলে ও গোবিন্দপুর জামে মসজিদের ইমাম। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …