নিজস্ব প্রতিনিধি: জীবনকে আত্নরক্ষায় বিশ্বাসি করে গড়ে তুলতে দরকার আত্নরক্ষা। দৈনিক আধাঘণ্টা করে হলেও প্রত্যেকেরই উচিৎ নিয়মিত ব্যায়াম করা। বুধবার সন্ধায় সাতক্ষীরা কামাল নগরে অবস্থিত লেকভিউতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন জনপ্রিয় চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল।
ইয়াং ড্রাগন মার্সাল আট সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষক মোঃ আঃ মাতিতের সভাপতিত্বে অনুষ্ঠানে রুবেল আরো বলেন,প্রত্যেক পরিবারের সদস্যদের সুস্থ থাকতে হলে আত্নরক্ষার কৌশল শেখা উচিত। বিপদে-আপদে আত্নরক্ষা ছাড়া কেউ পরিত্রান পেতে পারে না। তার জন্য দরকার মার্সাল আট। তাই শরীর সুস্থ রাখতে সাতক্ষীরার প্রত্যোক পরিবারে একজন করে সদস্য মার্সাল আট শেখা দরকার। বিকাল থেকেই রুবেল ভক্তরা ভীড় করতে থাকে লেখভিউতে। সন্ধার কিছুক্ষণ পূর্বে লেখভিউতে প্রবেশ করার সাথে সাথে রুবেল ভক্তরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ইয়াং ড্রাগন মার্সাল আট সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষক মোঃ আঃ মাতিতের পক্ষ থেকে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া রাতে সদরের ধুলিহরের একটি ওয়াজ মাহফিলে রুবেশ প্রধান অতিথিতর বক্তব্য রাখেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …