গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পে তিনদিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ক্রাইমবার্তা রিপোটঃ  গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্ত্বরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক অরবিন্দ বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আযম, ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, কৃষি উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, কিরন্ময় সরকার, রঘুজিৎ গুহ, আব্দুস সাত্তার প্রমুখ। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। এসময় সদর কৃষকদের মাঝে কৃষি কাজের উন্নয়নে ৮টি এলএলপি, ১০টি হ্যান্ড স্প্রেয়ার, ৫টি হ্যান্ড রিপার ও ৫টি ফুটপাম্প বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন

Check Also

কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।