ক্রাইমবার্তা রিপোটঃ অজ্ঞানপার্টির কবলে পড়ে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে আশুতোস সাধু নামে এক শিক্ষকের করুণ মৃত হয়েছে। আশুতোস সাধু ঐ গ্রামের মৃত বিষন্নপদ সাধুর ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে গত ১৫ ফেব্রুয়ারি রবিবার রাত ৯টার দিকে আশুতোস সাধু ও তার স্ত্রী ঝর্না সাধু এবং তার মেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১১টার দিকে ৪/৫ জন দুর্বৃত্ত আশুতোস সাধুর ঘরে প্রবেশ করে। তারা ঘরের জিনিসপত্র লুটপাট করার সময় আশুতোস সাধুর স্ত্রী ঝর্না তাদেরকে দেখতে পায়। এ সময় বাধা দিলে আশুতোস সাধুর স্ত্রী ঝর্নার সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায় ঝর্না ও তার মেয়ে ডাক চিকৎকারে এলাকাবাসি ছুটে আসলে অজ্ঞানপার্টির সদস্যরা আশুতোস সাধুর বাড়ি থেকে একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। তবে আর কিছু নিতে পারিনি বলে পরিবার জানান। এরপর ওই রবিবার রাতে ঘুমান্ত থাকা আশুতোস সাধুর ডাকতে গেলে তার স্ত্রী ঝর্ণা গিয়ে দেখেন তার আশুতোস সাধুর মুখ দিয়ে গ্যাজা বের হচ্ছে এবং একই সাথে অজ্ঞানপার্টির কবলে পড়ে কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে ওই পরিবারের আশুতোস সাধুর স্ত্রী ও তার মেয়ে। এরপর রবিবার ওই রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে তাদেরকে ভর্তি করে। কিন্তু আশুতোস সাধুর কোনো অবনতি না হলে পরেদিন সদর হাসপাতাল থেকে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং ওই দিন রাত ২টার দিকে আশুতোস সাধু মারা যায় বলে তার পরিবার জানান। বর্তমান তার স্ত্রী ও মেয়ে সুস্থ্য রয়েছেন বলে জানাগেছে। তাদের ধারণা রাতে খাওয়ার আগে দুর্বৃত্তরা খাবারের সাথে কোন রাসায়নিক পদার্থ মিশিয়ে রাখে। এব্যপারে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান বিষয়টি শুনেছি। তবে ওই মৃত ব্যক্তির পরিবারার মামলা করবে না বলে তিনি জানান।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …