তালায় রংপুর ডিআইজি’র পিতার নামীয় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন

ক্রাইমবার্তা রিপোটঃ    সাতক্ষীরার তালার কৃতি সন্তান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদের বাবা আনছার মাহমুদের নাম করনে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার লক্ষনপুর গ্রামে উক্ত এতিমখানার উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ পিপিএম।
আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি আব্দুল হাই মোড়লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক দেবাশীষ সরদার, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদের সৎ ও যোগ্য কৃতকর্মের ভুয়সী প্রশংসা করেন বলেন, তিনি তার বাবার নামে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। যেখানে তিনি অসহায় ও এতিম ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উক্ত এতিমখানার পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। ##

Please follow and like us:

Check Also

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।