র‌্যাব-৬ সাতক্ষীরার পৃথক অভিযানে ভারতীয় মালামালসহ গ্রেপ্তার ৪

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ৭০ টি ভারতীয় ত্রি-পিসসহ তিন জন এবং একজন পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানাধীন চৌগাছা গ্রামস্থ জলিল সরদার এর মাছের ঘেরের পার্শ্বে কালভার্ট ব্রিজের উপর অভিযান চালানো হয়। এ সময় ভোমরার নিমাই দাসের ছেলে বরুণ কুমার দাস (২২), শহরের পার কুখরালীর সুধির দাসের ছেলে হারান দাস (২৩) এবং আলীপুরের আমজাদ আলী সরদারের ছেলে আদম আলী (২৭) কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৭ পিস ত্রি-পিস। যার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে মালা হয়েছে। যার মামলা নং-৭৬, তারিখঃ ২৭/০২/২০২০ ইং।
এদিকে পৃথক অপর এক অভিযানে সাতক্ষীরা সদর থানাধীন সীমান্ত আদর্শ কলেজের সামনে থেকে পলাতক আসামী আশিকুজ্জামান নয়ন (১৯) কে আটক করা হয়। আটক নয়ন সদর উপজেলার গাংনিয়া গ্রামের মোঃ জাকির হোসেন মিন্টুর ছেলে। সে সাতক্ষীরা সদর থানার মামলা নং-৭০ তারিখ-২৬/০২/২০২০ইং ধারা-পেনাল কোড ৪৪৭/৪৩৬/৪২৭/৫০৬ এর এজাহারভুক্ত ১ নং পলাতক আসামী

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।