আইলুর জানাজায় পিতার ঋণ নিয়ে দুই ভ্রাতার মল্লযুদ্ধ

ক্রাইমবার্তা রিপোটঃ  পিতার ঋণের টাকা পরিশোধ না করার সূত্র ধরে ভাইয়ের জানাজায় হয়হট্টোগোল করেছে দুই ভাই। রবিবার বিকেলে শহরতলীর বাটকেখালি কারিমা হাইস্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সূত্রমতে, শনিবার ঝড়–র ভাই নজিবুল্যাহ আইলু মারা যায়। রবিবার বিকেলে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় কারিমা হাইস্কুল মাঠে। সেখানে জানাজার আগে ঝড়– দাঁড়িয়ে ঘোষণা দেয় ‘আমার ভাই নজিবুল্যাহ আইলুর কাছে যদি কেউ টাকা-পয়সা পান তাহলে আমি পরিশোধ করবো।’ ঝডুর কথা শেষ হলে শহিদুল ইসলাম নামক একজন ব্যবসায়ী উপস্থিত মুসুল্লীদের সামনে এইমর্মে ঝড়–র কাছে দাবি করেন যে, ‘আপনার আব্বা খায়বার সরদারের কাছে আমি ৪৮ হাজার টাকা পেতাম। খায়বার সরদার মারা গেলে তার জানাজায় দাঁড়িয়ে ঠিক এভাবেই বলেছিলেন আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন আমি (ঝড়–) পরিশোধ করবো। মাছ বাবদ আমার পাওনা ৪৮ হাজার টাকা দাবি করেছিলাম। আমার টাকা পরিশোদের ওয়াদা করেও সে টাকা আজও পরিশোধ করেননি। আজ সেই টাকা পরিশোধ করুন।’ এসময় শহিদুল ইসলামকে নিবৃত করার চেষ্টা করলে ঝড়–র ভাই মোহন বলে, শহিদুলের টাকা আগে পরিশোধ করো। শহিদুলের টাকা এতদিন কেন পরিশোধ করা হয়নি? একথা বলার সাথে সাথে শুরু হয় কুন্দাকুন্দি। তারপর হাতাহাতি। একপর্যায়ে মল্লযুদ্ধে লিপ্ত হয় দুই ভ্রাতা। এরপর স্থানীয়রা মারামারি থামিয়ে জানাজা নামাজ সম্পন্ন করে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।