ক্রাইমবার্তা রিপোটঃ একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ বনদস্যু বুলবুল বাহিনীর দুই সদস্য গোলাম মোল্যা (৩৬) ও জালাল উদ্দীন (৫০)কে আটক করেছে কোষ্ট গার্ড কৈখালী কন্টিজেন্টের সদস্যরা। রোববার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তকালী খাল থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা তিন জেলে বাবলু গাজী, শহীদ হোসেন এবং রেজাউল ইসলামকে উদ্ধার করা হয়। আটক হওয়া দুই বনদস্যু গোলাম মোল্যা রামপাল উপজেলা সদরের ও জালাল উদ্দীন ভারতের বাসিন্দা। এছাড়া উদ্ধার হওয়া জেলেরা যথাক্রমে শ্যামনগর উপজেলার কালিঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বলে ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করে।
কোষ্ট গার্ড কন্টিজেন্ট এর পেটি অফিসার নজরুল ইসলাম জানান তিন দিন আগে সুন্দরবনে মাছ শিকারে যেয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হয় কালিঞ্চি গ্রামের দুই জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ আরও কিছু জেলেকে নিয়ে তারা সুন্দরবনে অভিযানে যায়। এক পর্যায়ে রোববার রাত সাড়ে নয়টার দিকে তারা সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিন জেলেকে উদ্ধারসহ দুই বনদস্যুকে আটক করে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার অভিযোগ পৃথক মামলার কথা জানিয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …