সাতক্ষীরায় লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: রোববার সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রজেক্ট (এলইডিপি)’র প্রফেশনাল আউটসোর্সিং প্রোগ্রামের প্রশিক্ষণ কার্যক্রমের অবহিতকরণ সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা কাশিফ আলী খান।

 

সভায় হেড কোচ আব্দুল হামিদ তার বক্তব্যে এই প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা ও করণীয় তুলে ধরেন।

www.ledp.ictd.gov.bd/registration

সভায় জানানো হয়, ৫০ দিনব্যাপী (২০০ ঘণ্টা) এই লার্নিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রায় আট শতাধিক প্রশিক্ষণর্থী ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এইচ এস সি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এই প্রোগ্রামের মাধ্যমে আইসিটি ডিভিশন কর্তিক সার্টিফিকেট প্রদানসহ অনলাইন মারকেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠান এ  চাকুরী ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের  সহযোগিতায় এই  প্রোগ্রামে মোট ১৬ টি ব্যাচে ৪০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:

 

প্রেস নোট ২

 

মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা: বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত

 

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান প্রমুখ।

সভায় ১৬ ও ১৭ মার্চ মুজিব বর্ষ উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জমকালো আয়োজনে সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সরকারি দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। #

১.৩.২০২০

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।