খেলাধুলায় মুখরিত খুবিক্যাম্পাস

অারিফুলইসলাম, খুবিঃ ক্রাইমবার্তা রিপোট :
প্রায় সারাটা বছরইখেলাধূলাচলেখুবিক্যাম্পাসে।কিন্তুজানুয়ারিমাসএলেযেনখেলারউৎসবচলে।খুলনাবিশ্ববিদ্যালয়েরকেন্দ্রীয়খেলারমাঠেযেনতিলধারনেরঠাইনাই।ভোরবেলাথেকেইমাঠেনেমেপড়েনছাত্র -ছাত্রী, শিক্ষকওঅন্যন্যরা।
বিশ্বিবদ্যালয়েরশিক্ষার্থীরাভলিবল, ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যডমিন্টন, দাবা, ক্যারম, কার্ডইত্যাদিটুর্ণামেটখেলানিয়েমেতেথাকে।অান্তহল, অান্তডিসিপ্লিন, অান্তব্যচ, সিনিয়র – জুনিয়রমিলেটুর্ণামেন্টহয়।জানুয়ারিথেকেএপ্রিলপর্যন্তএইখেলাউৎসবভরপুরচলতেথাকে।অান্তঃডিসিপ্লিনভলিবল, ক্রিকেট, ফুটবলটুর্নামেন্টউপলক্ষেমাঠসাজেনতুনসাজে।

১লামার্চথেকেশুরুহয়অান্তডিসিপ্লিনক্রিকেটটুর্নামেন্ট।অাগামি২৪/০৩/২০২০তারিখেশেষহবেক্রিকেটটুর্নামেন্ট।এরপরশুরুহবেফুটবল।এভাবেইচক্রাকারেসারাবছরইখেলাধূলাচলতেথাকেক্যম্পাসে।খেলারমাঠেরস্লোগানওস্লেজিংনতুনমাত্রাযোগকরেখেলায়।ফলেক্যাম্পাসহয়েওঠেপ্রাণবন্ত।
মাঠেপ্রাকটিসকরাঅবস্থায়কথাহলকয়েকজনক্রিকেটারেরসাথে।গতবারেরচ্যাম্পিয়নইসিইডিসিপ্লিনেরক্রিকেটাররাতিনবলেননিজেকেফিটরাখতেওমনোবলচাঙাকরতেখেলাধুলারকোনবিকল্পনাই।ইতিহাসডিসিপ্লিনেরতুহিনঅালিবলেন, একাডেমিকপড়াশোনারচাপকমাতেখেলাধুলাঅনেকসাহায্যকরে।অপরিজিতাহলেরকয়েকজনছাত্রীবলেন, বন্ধুরামিলেএকসাথেখেলাধুলাকরি, দিনশেষেএটাইস্মৃতিহয়েথাকবে।তাছাড়ানতুন – পুরাতনশিক্ষার্থীদেরসাথেসম্পর্কউন্নয়নেওকমিউনিকেশনবাড়াতেখেলাধুলারকোনবিকল্পনাইবলেতারাজানান।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।