দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত, ৩ জনকে কোয়ারেন্টাইনে ভর্তি:২জন ইতালি ফেরৎ, একজন আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য

ক্রাইমবার্তা রিপোটঃ  বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইইডিসিআর)। আজ সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল তিনি জানিয়েছিলেন, যেকোন সময় বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হতে পারে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাদের মধ্যে দুইজন ইতালি ফেরত। অপরজন আক্রান্ত একজনের পরিবারের সদস্য। আইইডিসিআর পরিচালক জানিয়েছেন আরও তিনজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ^ব্যাপি করোনা ছড়িয়ে পড়ায় উচ্চ সতর্কতার মধ্যেই বাংলাদেশে করোনা রোগী সনাক্তের তথ্য প্রকাশ হলো।

এমন তথ্য প্রকাশের আগেই গতকাল থেকে বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান যোগাযোগ সাময়িক বন্ধ করে দেয় কুয়েত।
আইইডিসিআর জানিয়েছে, যারা বিদেশ থেকে আসছেন তারা সতর্কতার অংশ হিসেবে নিজেদের বাড়িতে অবস্থান করবেন। যাতে করোনার কোন ধরণের লক্ষণ ধরা পড়লে ব্যবস্থা নেয়া যায়। এতে অন্যরা সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে। করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আইইডিসিআর।

Check Also

আশাশুনিতে দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে-২০২৫ সালের দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।